কীওয়ার্ড ও কীওয়ার্ড ইনটেন্ট

কীওয়ার্ড : যে শব্দ বা বাক্য দিয়ে ইউটিউব, ফেসবুক, গুগলে সার্চ দেয়া হয় সেই সব শব্দ বা বাক্যকে কীওয়ার্ড বলে।ব্যবহারকারী বা অনুসন্ধানকারীর অনুসন্ধান করার উদ্দেশ্যে একটি অনলাইনে ব্যবহৃত শব্দ। মানুষ যা চায় বা জানতে চায় ঠিক তার সাথে সঙ্গতিপূর্ণ কিনা সেটা নিশ্চিত করা।

কীওয়ার্ড ও কীওয়ার্ড ইনটেন্ট


কীওয়ার্ড কী

কীওয়ার্ডগুলো হলো শব্দ বা শব্দসমষ্টি যা ওয়েবসাইটের লিখিত উপকরণকে বর্ণনা করে। কীওয়ার্ড হচ্ছে সাংকেতিক লিপির সমাধানসূত্রকে সঙ্গায়িত করা হয় কোন অর্থবোধক শব্দহিসেবে যা তথ্য খুঁজে বের করতে ব্যবহৃত হয়। আমরা জানি মানুষ কী চায় বা তাদের মনের প্রশ্ন কী তার সাথে প্রাসঙ্গিক কনটেন্ট খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহার করে। আর ডিজিটাল মার্কেটিং এর ভাষায় মানুষের সার্চ করা ওই সব ওয়ার্ড হল কীওয়ার্ড। কীওয়ার্ড হল এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা একটি আর্টিকেলের মূল বিষয়বস্তুকে নির্দেশ করে।

কীওয়ার্ড সাধারণত দু ধরনের হয়ে থাকে 

  • Short tell keyword : এক বা দু্ই শব্দের মধ্যে অর্থবোধক কোন শব্দ লিখে কোন তথ্য পাওয়ার জন্য যে চেষ্টা সেটাকে সর্টটেল কীওয়ার্ড বলে।
  • Long tell keyword : দুই এর অধিক কোন অর্থবোধক শব্দ লিখে কোন কিছু খোজ করাকে লংটেল কীওয়ার্ড বলে।

আরও বিভিন্ন ধরনের কীওয়ার্ড গুলি নিম্নরুপ

  • Short-Term Fresh Keyword - এটি এমন ধরনের কীওয়ার্ড যা অতি অল্প সময়ের জন্য স্থায়ী হয়। এই কীওয়ার্ড সাধারনত সাম্প্রতিক ঘটনাবলীর সাথে সম্পর্কিত হয়ে থাকে। যেমন ফলাফল বা রোজাল্টের খবর এক দিন বা দু দিনের বেশী স্থায়ী হয় না।
  • Long-Term Evergreen Keyword - এই কীওয়ার্ড গুলি অনেক সময় পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। যে সকল তথ্যের তেমন কোন পরিবর্তন হয় না। সারাজীবন কাজে আসে।
  • Product-Define Keyword - একটি নির্দিষ্ট পণ্য বা সেবা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে এবং কোন পণ্যের ভালো দিক সম্পর্কে সুন্দর ভাবে ও আকর্ষণীয় করে বর্ণনা করা হয়।
  • Customer Define Keyword - এই ধরনের কীওয়ার্ড নির্দিষ্ট গ্রাহক খুঁজে বের করে তাদের পণ্য বিক্রি করার জন্য।
  • Geo-Targeting Keyword - কোন নির্দিষ্ট এলাকার মানুষদেরকে লক্ষ্য করে SEO বাড়ানোর জন্য এই কীওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। ব্যবসা-বাণিজ্যের জন্যও এই কীওয়ার্ড  ব্যবহার হতে পারে।
  • Lsi Keyword - এটি এমন এক ধরনের শব্দ বা বাক্য যা একটি নির্দিষ্ট  কীওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। এই কীওয়ার্ডের সাথে অন্য কীওয়ার্ডের সম্পর্কযুক্ত হওয়ায় আর্টিকেলকে আরও অর্থবহ করে তুলে।
  • Intent Targeting Keyword - যে কীওয়ার্ড দিয়ে  কী, কেন, কিভাবে এবং কোথায় ব্যবহার করে প্রশ্ন করা হয় এবং উত্তর প্রদান করা হয় তাকে ইনটেন্ট টার্গেটিং কীওয়ার্ড বলা হয়। যেমন ফেসবুক মার্কেটিং।

কীওয়ার্ড ইনটেন্টের প্রকারভেদ 

তথ্যপ্রযুক্তির এই যুগে ইন্টারনেট আমাদের জীবনেন অবিচ্ছেদ্য একটা বিষয়ে  পরিণত হয়েছে। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন তথ্যউপাত্ত সংগ্রহে ইন্টারনেটের সাহায্য নেয়া। ইন্টানেট থেকে সহজেই আমরা প্রয়োজনীয় তথ্য পেতে পারি। কোন উদ্দেশ্যে আমি কোন তথ্য খোঁজ করছি সেটাই হচ্ছে কী ওয়ার্ডের ইনটেন্ট। সঠিক তথ্য সহজে পাওয়ার জন্য কীওয়ার্ডের উদ্দেশ্যকে চারভাগে ভাগ করা হয়।

  • Informational : সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়ার জন্য যে সব শব্দ ব্যবহার করা হয় সেটাই হল ইনফরমেশনাল ইনটেন্ট। তথ্য জানার উদ্দেশ্যে ব্যবহৃত কোন প্রশ্নবোধক এক বা দু শব্দের জিজ্ঞাসাই হল ইনফরমেশনাল ইনটেন্ট।
  • Navigational : খুব সহজে কোন একটা সুনির্দিষ্ট পন্য খোঁজ করার জন্য বা কোন পছন্দের ব্রান্ড খোজ করার জন্য যে কীওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই নেভিগেশনার কীওয়ার্ড।এটি সাধারনত লংটেল কীওয়ার্ড ধরনের হয়ে থাকে।
  • Transactional : খুব দ্রুত বা তাৎক্ষণিক ভাবে কোন কিছু কিনতে আগ্রহী এমন উদ্দেশ্যে ব্যবহৃত কিছু শব্দ যেমন Buy. Offer, Discount ইত্যাদি লিখে সার্চ করাই হচ্ছে ট্রানজেকশনাল ইনটেন্ট।
  • Commercial : কোন কিছু কিনতে চাই বা কিনতে আগ্রহী এমন তথ্য পাওয়ার জন্য যে কীওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কমার্শিয়াল ইনটেন্ট।

এই চার ধরনের ইনটেন্টগুলিতে পৃথক পৃথক ওয়ার্ড ব্যবহৃত হলেও একই কীওয়ার্ড বিভিন্ন ইনটেন্ট এ ব্যবহৃত হতে পারে।এই কীওয়ার্ড দিয়েই মুলত গুগলে আমরা প্রয়োজনীয় সব তথ্য খুঁজে থাকি। কীওয়ার্ড এতই গুরুত্বপূর্ণ যে এটি দ্বারা গুরুত্বপূর্ণ যে সব কাজ হয় সেগুলি হলো -
  • ডোমেইনের নাম-  এই  নামের উপর অনেক কিছুই নির্ভর করে যেমন সাইটের নাম যদি কোন ব্যক্তি মনে না রাখতে পারে তবে সেই সাইট তৈরি করাটাই বৃথা।
  • আর্টিকেল লেখা- আর্টিকেল লেখার জন্য কীওয়ার্ড অনেক বড়ো ভূমিকা রাখে। ব্যবহারকরী সার্চ করলে যেন প্রথম পাতাতে বা সামনের সারিতে আর্টিকেলটি উঠে আসে।
  • ওয়েব সাইটের টাইটেল - টাইটেল হচ্ছে একটা  ওয়েব সাইটের সমস্ত বিষয়বস্তুকে তুলে ধরে। এর সঠিক ব্যবহার করতে না পারেলে ওয়েব সাইটের কোনই মূল্য থাকে না। তাই সহজেই আমরা বলতে পারি একটি সুন্দর কীওয়ার্ড দিতে পারে একটি সুন্দর সাইট।
ফ্রিল্যন্সিং মার্কেটপ্লেস গুলোতে কীওয়ার্ড এর ছোট বড় অনেক কাজ করতে হয়। কিভাবে একটি ওয়েবসাইটকে র‌্যাংকিং এর প্রথম সারিতে আনা যায় সেজন্য অনেক মাথা খাটিয়ে কীওয়ার্ড সাজাতে হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url